রবি আড্ডায় সন্দীপ ঝা

এক মিছিল ভিড়েও আমি এখন ভয় পাই।দুএক পা দলছুট হলে,আশে পাশের মানুষ কমে আসে।

একা হওয়ার ভয়,খুব জোর ভয় দেখায়

যে যত পা সামনে,
সে ঠিক ততটাই একা

এভাবে যখন কোনো মিছিলের কথা আসে,অথবা শৃঙ্গ বিজয়ের কথা,
একটা কনকনে ভয়,তখন আমাকে ছিনতাই কারীর মত ঘিরে ফেলে

সব পাশ তখন জনশূন‍্য।সামনে শুয়ে থাকা পড়ন্ত বেলার উঁচু নীচু পথ,পেছনের ‘কিউ’ থেকে ছিটকে আসা অস্পষ্ট দীর্ঘশ্বাস ও টিটকিরি,ফুল ও বেলপাতার মত ভাসে

আমি শুধু দেখি-আমাদের আশেপাশে একটাও কাঁধ নেই।নেই দ্বিতীয় কোনও হাত! বেলা শেষের ছায়ার মতন-শিরশির করে,কেবল একা হওয়ার ভয় নামে…

ভয়কে ভয় দেখাতে আমি আজকাল
একা একা শিস দিতে শিখছি…

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *