রবি আড্ডায় স্বর্ণা দাস

পথ চিনে নিতে হয়। খুব সাবধানে, সন্তর্পণে ঢুকে পরা নিরিবিলির পাশে যে সাঁকোটা জ্বলে যাচ্ছে তার উপর বিছিয়ে দিও তোমার নরম আলো ; প্রজাপতি আসুক, আসুক মধুকর, নবীন সন্ন্যাসীর মতো ঘর হারানো মানুষেরা এভাবেই তো জেনে যাবে কতটা রাষ্ট্র হলে দেশ চরিত্ররা হয়ে ওঠে বাস্তুভিটে।

গভীর হচ্ছে শ্বাস যেমন ভাবে ছায়ার ওপাশে অপেক্ষারা খুঁজে নেয় তার স্বরচিত ঠিকানার সাম্যাবস্থা , ব্যাপারটা এতোই আদুরে যে তোমার সমস্ত ভাঙাচোরার পরও আশরাফুল মাখলুকাত মানুষ

দ্যাখো কেমন পালটে গেলো গতিপথ, শূন্য কিংবা তৎপরবর্তী সফেদ সফর

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *