রবি আড্ডায় স্বর্ণা দাস
চাইলেই বেরিয়ে যাওয়া যেতো….
বেঘোরে খুলে যাচ্ছে জলের তরল আর ঈশ্বরের আশ্রম থেকে ছিটেফোঁটা অনুভূমিক সময় এসবের মিমাংসা না করেই তো যাওয়া যায় না
ফুরনো বৈঠা জানে চলনের গতিমাত্রিক সূত্রগুলো এক একটি পুরনো বসত । উঠোন লিখবে বলে সারা সকাল ধরে তো তোমাকেই লিখেছি, কিছু গাছ, কিছু পাখি আর কিছু হাওয়াদের লুকোচুরি জানতে পারলেই পৌষের বাউল হয়ে যাওয়া যায়? সত্যিই কী ধানের গন্ধ জুড়ে জুড়ে নবান্ন জমানো হলো?
অথচ আলোর কোনো নিজস্ব জন্ম নেই
অতঃপর তারা বলেছিল গত বছরের শোক পেরিয়ে যেতে পারলেই ডাকঘর হবে নদী …..