রবি আড্ডায় লালিয়া মুখার্জি
এভাবে কেউ কি বিপাকে ফেলে
যেমন করে হাত ছেড়ে যায় ধানসিঁড়ি নদী
অন্য বাস ফেলে এসেছি তুমুল পাড়ে
তোমাকে আজ বড় জানাতে ইচ্ছে করে
পথিকের গান থেমে গেলে চলে উতল হাওয়া
এ কেমন নদী বাওয়া বুক ভেজা ঘামে
শরীরি গন্ধ এসে নাকে লাগে যাবি নাকি আর একবার
বুক ছুলে ক্ষতি কি দাঁত লেগে আছে ঠোঁটে
আমি তো চাইনি তেমন পুরুষ
বর্ষায় এসব বেমানান এসে জোটে