রবি আড্ডায় ভাস্কর চৌধুরী
কে যেনো বলেছিলো একদল যুবতী নারী দলে দলে চুলের খোঁপা বেঁধে আসছে
প্রতি খোঁপার ভেতর উল বোনা কাঁটার মতো
সজারুর কাঁটা
দূর থেকে মনে হবে সবার মাথার পেছনে কালো আপেল ঝুলছে
উপমাটি লুফে নিয়ে ওরা বলছে লাল আপেলে এমন কাঁটা দিয়ে তারা হৃদয় বিদীর্ণকারী যাচ্ছে স্বয়ংবরায়।
এক ভাঁড় বিদ্যুৎ এক ভাঁড় রিলিফের দুধ–
প্লেটোর সংলাপে জেনোফোন হেমলক পানের আগে সাক্ষাতে এলে তাঁর চোখে যেন বা ম্যাডোনা
প্রেমের কথা বলতেই প্লেটো আপেলের উপমা দিলেন
তাঁর চোখে মেয়েরা পবিত্র কালো পাথর
ছুঁতে নেই ছুঁতে নেই দূর থেকে আলতো লিখে
চিঠিতে চিঠিতে যৌবন পার কোরো।