রবি আড্ডায় ভাস্কর চৌধুরী
পাঁচ কিলো আঁধার কিনে বাড়ি যাই
আলোময় ঘরে ছড়িয়ে দিয়ে বলি, কাছে আয়
আমার বোবা বউ তাকিয়ে চোখ ইশারায় বলে
আজ নয়, কাল নয় , বুধবারে রাতে ফের এসো
পঁচিশ টাকায় কেনা আঁধার আমার বৃথা যায়।
.
বৃথা যায় সারাটা জীবন, শক্তি আমার বৃথা যায়
বোবা বউ চোখের ইশারায় বলে, দুঃখ কষ্ট এক নয়।
ধৈর্য ধরো, পাবে এক অমল খবর, জীবনের সেরা
আরো কিছু দিন যাক, পাখিগুলো ভাত পাক,
লাউ গাছে জল দিচ্ছি, লাউ বেচে দেখো আমরা
একদিন ঠিক রাজার ঘর বানিয়ে নেবো।
.
রাজা পেটে আসে নি,লাউ এর ফুল ফুটে নি
স্বপ্ন এখন চুলোর উপর ভাতের মতো ফুটে যায়।