রবি আড্ডায় ঈশিতা দে সরকার
অস্থিরতা পৃথিবীর সবচেয়ে বড় মেদ। হরমোনাল টানেল বেয়ে ছায়াছবির মত সময়ের গতি।হাতের তালুতে বয়সের শিলালিপি।এত প্রস্তাব রাখে কোথায় অন্ধকার কে জানে! কে জানে!! ইচ্ছার ধ্বংস স্তূপ মহামারির ডাকনাম…
তুমি জানো?তোমার নীল কুর্তার ফাঁকে এক চিলতে বুক কে মঞ্চ মনে হয়। যাবতীয় অসহায়তা মঞ্চে গিয়ে দাঁড়ায়।আবেগের বলিরেখা মিশে যায় উচ্চারণের মৃদঙ্গে। দূর থেকে দৃঢ় হচ্ছে স্নান।সব কিছু খারাপের দলে চলে যাবার পর ও এই মধ্য রাত কিছু অনাথ অক্ষর ফেলে রেখে যায়। অনেক কিছু চলে যাবার পরেও খেতে না পাওয়া অক্ষরেরাই “মা “, বলে ডাকে।
তোমার নির্মাণে বখাটে রোদ ভুল শুধরে মহড়াতে আসে রোজ…..