রবি আড্ডায় স্নেহাশীষ দত্ত চৌধুরী

সবার বুঝি একটা প্রিয় শহর থাকে

 দূরে গেলেও বুকের ভেতর ডাকতে থাকে,

সেই শহরের রাস্তা-গলি-দোকানপাটে 

যাপন জীবন খেয়াল খুশির রাস্তা হাঁটে।

*

রাস্তা হাঁটে দেখবে ব’লে কোন ঠিকানায় 

আসতো চিঠি ডাক পিয়নের কাঁধের ব্যাগে,

সব চিঠিতেই খুশির আলো — এমন তো নয়

যেমন তোমার শেষ চিঠিতে প্রহর জাগে। 

*

প্রহর জাগে বিনিদ্র রাত আঙুল ছুঁয়ে 

তোমার লেখা আখরগুলি চিঠির ভাঁজে 

সমস্ত রাত তারায়-তারায় আকাশ জাগে 

তোমার যাওয়া আর না ফিরে আসার মাঝে।

*

তোমার যাওয়া আর না ফিরে আসার মাঝে 

বিবর্ণ সব গল্প থাকে খুব পুরনো 

গল্প মানেই থাকবে যে শেষ — এমন তো নয়

তোমার-আমার গল্প থাকুক না-ফুরানো।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *