রবি আড্ডায় সাধন দাস
ম্যাজিশিয়ানের ফুঃ? ভড়কিবাজি।
বামুনের ফুস মন্তর! অংবংচং …
কবির শব্দবাজি, উফ!
ফেটে গেলে স্থলভাগে সমূহ বিপদ।
বালিয়াড়ি জুড়ে
পদচিহ্ন আর তর্জনী কেটে
বাতাসের গতি এঁকে রাখছি।
অশ্লীল তকমা সেঁটে দিলেও
খুলে রাখছি পোশাক একে একে।
সমুদ্রে নামার আগে
হৃদপিণ্ড, ঘিলু, আর কলমের
নক্সা এঁকে রেখে গেলাম
গোয়েন্দা দপ্তরে