রবি আড্ডায় স্বর্ণা দাস

অন্ধকারের থাকে সংখ্যাধিক সম্ভাবনা , আলোর গতিপথ নির্দিষ্ট। সূচনা পর্বের অববাহিকা জুড়ে এক একটা মখমল, মেঘের গন্ধ মাখা নদীর শরীর, নদী জমে জমে পলি, পলিময় উপত্যকার অবয়ব ।
একচিলটে জড়সড় ছড়িয়ে পড়তেই না চেনা পথিক শুনতে পারে অলীক নারীর তরল হাসি, কোনো একটা বিকেলের ফিঙেধরা গোলকধাঁধা আর রাতের সম্বিত ; প্রার্থনালয়ের আকাশে ঝুলে থাকা অনর্থক দিনরাত । নদীটি বিশ্বস্ত নয় তেমন, সিঁথি ঘনিষ্ঠ প্রজাপতির নাস্তিক রাতের মেয়েলি দেওয়াল। খুলছে ফাতনা, হৈমন্তী মেয়ের প্রতি এ আমার বিনম্র যাপন।

শূন্যে ভেসে থাকতে পারলে দেখা দেবেন ঈশ্বর, জীবন ও জীবনান্তিক পালামৌ। চেতনার এই প্রতাপবৃত্তে কোনো জীবনবিমা নেই, না থাকা মন্থনে আমি আজও অজ্ঞাতনামা তর্পণ। অনুগামী হও উপচে পড়া দিগন্তের হুইসেল….

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *