
রবি আড্ডায় শ্যামলী সেনগুপ্ত
ইঁদুরের মতো গর্তে ঢুকে পড়েছ
কুটকুট কুটকুট কাটছ সততার আবরণ
আর মুখোশের আড়াল থেকে
একটা নয়,দুটো নয়,হাজার হাজার
জিঘাংসা মুচকি হাসছে…
উদুখলে বাঁধা আছে অমিথ্যা
ভারী উদুখল
টানতে টানতে টানতে
বয়ে যায় দুপুর…এক দুই তিন
অনেক রোদ পেরিয়ে
একটু ছায়া খুঁজছ, হে! পথিক,
মরিচীকাকে ওয়েসিস ভেবে
হুমড়ি খাচ্ছ অ্যাসফল্ট পেভার্সে
ছিটকে যাচ্ছে স্টোনচিপস বোল্ডার মোরাম
ছিটকে পড়ছে আস্ফালন
টুকরো টুকরো স্ফুলিঙ্গ সামলে
তবু। দেখ,কি নির্বিকার হেঁটে যাচ্ছে
মধ্যবিত্ত পায়ের পাতা!!!
***
পূর্বপ্রকাশিত(INTERACTION)