রবি আড্ডায় ভাস্কর চৌধুরী

মা বলেছেন , বাড়িতে ফকির এলে
গুড় জল আদা ও লবন দিবি
বসতে দিবি । চাল দিবি ।

পাখি যদি উঠোনে আসে
রাতের ভাতগুলো ছিটিয়ে দিবি ।
লাউ এর গাছ বাড়লেই কঞ্চি দিবি
অন্ধ লোক হাঁটলে পথে
হাত টা বাড়িয়ে দিবি ।

মনটা বিদিশা হলে , ভাইকে বুলাবি
বোনের বাড়িতে একবেলা খাবি ।
সজনার ডালগুলো পুঁতে দিবি ফের
দিদির বাড়ি খালি হাতে
যেতে নেই , মনে রাখবি ।

নদী যেনো বাড়িতে না আসে
রাজার লোক যেনো চেয়ারে বসে
বৈষ্টমীটা দুপুরে আসলে
চাল ডাল তার খোলে দিবি ।

মা বলেছেন , মানুষ যদি
ডাক দ্যয় খোলা ময়দানে
স্বতঃস্ফূর্ত
যুদ্ধে যাবি ।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *