রবি আড্ডায় চিরঞ্জীব হালদার
কয়েকটা নিভৃত অক্ষরের জন্য।
কয়েকটা মুখঢাকা অবসরের জন্য।
বাপ ছেলের মধ্যে যে টানাপড়েন তার আশ্চর্য
শব্দ গুলো অপ্রতিহত ভালবাসার জন্য।
চালকহীন একটা ট্রাম মুখ ঢাকে শববাহকদের জন্য।
ক্ষুধা ও মৌনতার চাদর পরস্পরের এক একটি রাত্রি।
‘ জন্য ‘শব্দটির মারাত্বক প্রতিভু
কোন মৃতদেহ ছাড়া একটা বদ কফিন।
ট্রামে ধাক্কা লেগে মরে না যাওয়া লোকটা
এমন একটা কফিনের জন্য আমরন অনশন শুরু করলো বলে।
সেই সব আর্তনাদ আর কখনো ফিরে আসবে না আলিঙ্গনের জন্য।