রবি আড্ডায় শ্রাবণী ভট্টাচার্য
এতো নিক্তির ওজনে চলতে চলতে
ভীষন ক্লান্ত লাগে আজকাল।
এতো হিসাব,এতো অঙ্ক!
জটিলের থেকেও জটিলতর জীবন!
মনে হয় দড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছি
খালি পা,সামনে দুপুরের রোদে তপ্ত হয়ে যাওয়া
টান টান পিচ রাস্তা। আমাকে হেঁটে যেতে হবে
অনেকটা পথ।অভিযুক্ত আমি স্মরনাতীত কাল থেকে সওয়াল জবাবের নাগপাশে বন্দী।
মন থেকে পালাতে চাই এখন এসব থেকে।
বিচ্ছিন্ন দ্বীপ হয়ে বাঁচতে চাই
শেষ কটা বছর।আমার মতো আমিকে
একটু গুছিয়ে নিয়ে পাকদন্ডী পথ বেয়ে পাহাড়ের রাস্তা। হিমশীতল শৈলচূড়া,বিস্তৃত বনরাজি
উন্মুক্ত সমুদ্রের আমন্ত্রন
সব কিছুই এখন ভীষনভাবে ডাকে আমাকে।