
রবি আড্ডায় স্বর্ণা দাস
পথ
গত রাতে বৃষ্টি বয়ে গেল অথচ তুমি অভিসারের পথ চিনলে না
অতিথি
প্রতিটি উচ্চাশা এক একটি জোয়ার
শেষ হবে জেনেও ভাসিয়েছি সময়
ঘর
প্রিয়জন চলে গেলে ছোটো হয় ঘর
ভাত বেড়ে দেওয়া মেঘের মুলুকে
ঘুম
এক একটি সম্পর্ক তুলোর মতো
গুছিয়ে রাখলে নরম বালিশ
ছেড়ে দিলে উবে যায়