রবি আড্ডায় চিরঞ্জীব হালদার
একটি গাধা ভাড়া করবো।
আমার বিকলাঙ্গ দিনের তাপাঙ্ক ও
ভাটফুলের গন্ধরা কোথায় যায় ।
গাধার মনষ্কামনা কোন গ্ৰন্থিজাতক।
দেখতে হবে বৈকালিক হরফ কখন তৃষ্ণার্ত হয়।
যে গাধার কোন পা থাকবে না ।
পাঠক থাকবে না।
বন্ধকী মস্তকের খুলিতে ভরে থাকবে স্মৃতির মদিরা।
যে সুরা পানের জন্য কোন পাত্র দরকার হয়না
তাকে তোমরা যা কিছু ভাবতেই পারো।
একটি গাধা ভাড়া করবো পৃথিবীর ব্যাসার্ধ মাপার জন্য।