রবি আড্ডায় চিরঞ্জীব হালদার
ধরুন আমাকে গালাগালি দেবেন ।কোন ব্যরিয়ার নেই ।মধ্য, নিম্ন, অতি নিম্ন ,চরম অসভ্য অতি কম্পিত গালাগালি কত দিতে পারেন দেখি।
মনে করুন আমি আপনাকে ব্ল্যাকমেইল করে ইজ্জত নিয়েছি ।
আপনি কোর্টে যাওয়ার আগে যত পারেন গালাগালি দিন যতগুলো আপনার স্টকে আছে।
আপনি সক্রেটিস নন যে হেমলককে অমরত্বের দর্শন উপহার দেবেন।
উপসংহারে এটাই বলার যে একজনও নেই যাকে আপনি ক্রুস কাঠবহনের দায়িত্ব দিতে পারেন।
বরং আমরা মিলিত হতে পারি বিশ্বাসী মৃত নেউলের
শান্তি কামনায়।