একটা সুন্দর পাখি জন্ম পেতে ইচ্ছা হয়…
উড়াল দেবো আকাশের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে, সুদূর ভারত থেকে ককেশাস পর্বতে,
ভূমধ্যসাগর হয়ে
উত্তরে সুমেরু সাগর
পাখিরালয় দেখেছি আমি বহু, কতশত সমুদ্র, বন্দর,
চারিদিকে শুধু ঢেউ আর ঢেউ।
আকাশে উড়িয়ে দেব আমার প্রশস্ত ডানা।
সম্পূর্ণ ফুরিয়ে যাওয়ার আগে পেতে চাই,
বেচেঁ থাকবার উজ্জ্বল রঙীন স্বপ্নে বিভোর
এক পাখি জন্ম!!