রবি আড্ডায় রীনা সাহা
ফার্ণ হোটেলের উল্টো ফুট
রবির চায়ের দোকান
এখনও জমজমাট
বিক্রি হয় চা
কোয়ার্টার, হাফ, ফুল
ছোট ভাঁড়, বড় ভাঁড়
গড়িয়াহাটার মোড়।
হয়তো এখন আর আসে না
বছর কুড়ি পরে কেউ
বনলতার খোঁজে
আসে না হেমন্তের পোস্টম্যান
অমরত্ব উড়িয়ে কোনো কবি
নীরার জন্যে।
তবে এখনো আসে
ট্রাম লাইনের মৃত্যু ডিঙ্গিয়ে
আমার বেকার ছেলে —
কোয়ার্টার চা খেয়ে
হেমন্তের অরণ্যে গিয়ে বসে।
ফের পরদিন গড়িয়াহাটায়
রবির দোকানে চা খেয়ে
হুট করে হাঁটতে থাকে
কিভের দিকে,গাজার দিকে ।
আমার বেকার ছেলে
কখনো কিভ, কখনো গাজায়
পা চালিয়ে যুদ্ধ থামায়।