তৃষ্ণা বসাক
মুখে পুরুষাঙ্গ ঠুসে
যারা আমাদের বছরের পর বছর ধরে
স্বরাঘাত কৌশল শিখিয়ে এসেছে,
শিখিয়েছে কীভাবে কবিতা কিংবা গবেষণাপত্র লিখতে হয়,
চালাতে হয় দপ্তর অথবা বিমান,
কীভাবে আলোকিত মঞ্চে এসে বিনম্র ভঙ্গিতে দাঁড়াতে হয়,
কিংবা হাঁটতে হয় মিছিলে,
মুখে পুরুষাঙ্গ ঠুসে মেঝেতে চিৎ করে ফেলে
যারা আমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে
সম্মোহন -সমস্তটা শেখাতে চেয়েছে,
ভেবে দেখো,
তোমরাই ভেবে দেখো,
ওদের কাছ থেকে আরো কিছু শেখার বাকি থেকে গেল,
নাকি তোমরাও কিছু শেখাবে এবার?