রবি আড্ডায় তৃষ্ণা বসাক
চেনা লোক, ভালো লোক
চেনা লোক দেখেও দেখো না ,
চেনা লোক খতরনাক
পই পই ঠেকেও শেখো না?
চেনা রাস্তা ভুল হয়
চেনা গলি মানে কৃষ্ণচূড়া
আগুন পিছিয়ে গেছে
ম্লান হাসি হেসেছে বন্ধুরা •••
চেনা তুই আড়ি আড়ি
কবেকার কনিষ্ঠ আঙুল
হাওয়ায় বিপদ বাঁক
আঙুলে জড়ানো তোর চুল!
চেনা ভুল চিত হয়ে
চেনা তারা গোনার মতোন
ভাঙা হাঁটু জার্সিদিন
একটু লাগলেই ঝনঝন।
চেনা পেট চলে যায়
চেনা শব্দ কুমীরের ছানা
চেনা মৃত্যু সুউপায়ী
বারবার ফসকায় নিশানা •••