রবি আড্ডায় নিলয় নন্দী
আমাকে ঘিরে আছে রাস্তা, বিড়ম্বনা বৃত্ত
আমাকে চিনে রাখে চিঠি, নিঝুম গজল
আমাকে ছুঁয়ে যায় ট্রাম, অসমাপ্ত শহর
আমাকে ট্রাম চিনিয়েছে বাবা
দৌড়ে উঠে পড়া বড় মুঠোয় ছোট্ট হাত
জানালায় চোখ রেখে ময়দান,
বাতাসে উড়ে যাওয়া তুলোবীজ
খাকি পোশাকের কন্ডাকটর, খুচরো পয়সা
আর, এক অদ্ভুত ঘন্টি, টিং টিং
শৈশব থেকে বেজে যায় একটানা, অবিনশ্বর
আমাকে ডেকে নেয় ট্রাম, বনলতা সেন
আমাকে খুঁজে পায় নদী, বেহালা স্টপেজ
আমাকে ফিরে পায়, সে! নস্টালজিক…
আমাকে ক্যাব চিনিয়েছে ছেলে
আমি ওকে গান চিনিয়েছি
‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’
কুঁকড়ে যাচ্ছি, লোহার শরীর সরীসৃপ রাস্তা
ঠিকানা ফুসফুস, পুনর্জন্ম ট্রাম।
ঐ তো জানালার ধারে দিব্যি বসে আছি আমি।