রবি আড্ডায় সঞ্জয় সাহা

এ দেশ অন্ধ ধৃতরাষ্ট্র আর কুঁজি মন্থরার দেশ, 

পতাকা যদি মায়ের লজ্জা নিবারণ না করতে পারে তবে তার জাতীয়তা বৃথা! 

এদেশ শকুনি আর সুর্পনখার দেশ 

নাক কান কেটে নেওয়া এখানে ঐতিহ্য 

এখন স্তন ও কোমল যোনি আঁচড়ে কামড়ে… 

আমরা শিখন্ডীরা এদেশের কলমচারি

 শৌখিন অক্ষরসৈনিক 

শুধু হিসাবের অংকে ডান বাম কষি 

লসাগু, গসাগু 

ভাগফল, ভাগশেষ 

একাডেমি, ইজিসিসি– এইসব 

কে কোন ‘রত্ন’ হবে

 কে যে কার ‘শ্রী’! 

আমিও তো বাধ্যত পিতা, 

ফনিমনসার পাড়ায় মেয়ের প্রাইভেট টিউশন ঠিক

 করি 

ধর্ষণের পর দড়ি টানাটানি খেলবেন না, প্লিজ। 

পিতা হিসাবে 

প্রেমিক হিসাবে 

এমনকি হাজার হাজার ছাত্রীর 

রাগী, বিরক্তিকর 

এবং কিছুতেই আইন-না-মানা বেত মারা  শিক্ষক

 হিসাবেও 

আপনাদের তীব্রভাবে ঘৃণা করি। 

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *