
রবি আড্ডায় তৃষ্ণা বসাক
ভালবাসা এই ব্রোচটার মতো
শাড়ি কাঁধ থেকে সরতে দেয় না
ভালবাসা এই গর্ভের ভ্রূণ
ইচ্ছে হলেও মরতে দেয় না,
ভালবাসা এই কাঁঠাল গাছটা
ডালে ডালে বসে শালিখ ছাতার,
ভালবাসা মানে পানা পুকুরটা
চোখের নিমেষে অকূল পাথার!
ভালবাসা মানে কাঁচা সর্দিতে
নাকের দুপাতা টুকটুকে লাল,
ভালবাসা মানে ফুটন্ত তেলে
হাড়কটা ছাড়ো, ভেজে তোলো ছাল!
ভালবাসা, না না, অনেক হয়েছে
আজকে একটা হেস্ত নেস্ত
ভালবাসা ফের এ পথ যদি না
শেষ হয়, তবে আচ্ছা বেশ তো!