
রবি আড্ডায় সন্দীপ কুমার ঝা
আজ গান থাক। যোনির রক্তস্রাবের পাশে শুয়ে ঘুমাক
গানের পোড়া দেহ,রজনীর ডাঁটি!
শতাব্দীর এই শেষতম সন্ধ্যায়-
এখনই একটা মোমবাতি মিছিল হেঁটে গেল!
এখনো মায়ের যোনিতে গাঁথা কাঁচ…
আর তো কোথাও কোনও মুখ রাখা নেই
সবাই এখন যোনি,সবাই আজ লিঙ্গ।
মুখ নেই। তাই ভয়টাও নেই।
সম্ভাবনা নেই, নিজের সঙ্গে দেখা হওয়ার।
আজ একলা পুরুষ কার মুখ দেখো একান্তে…?
তুমি এখন কারো সন্তান নও,পুরুষ নও,মানুষ পর্যন্ত নও
তুমি কারো ভাই-পিতা কেউ নও…
তুমি কেবল এখন গভীরে যাওয়ার জন্য,
ওৎ পেতে থাকা -ভাঙা কাঁচ,রড,কাঠ!
যুগ যুগ ধরে উত্থিত, তুমি শুধুই একটা পুংলিঙ্গ!
অন্ধকাল থেকে অন্ধকারের জন্য দাঁড়িয়ে থাকা
একটা বুভুক্ষু মাংস দণ্ড!
যদি পারো ,তবে হাতে নাও আয়না
আয়না দেখতে শিখলে,কেউ শুধু পুরুষ থাকে না!
আয়না দেখতে শিখলে, আসলে ‘পুরুষ’ জন্ম হয়-
ধর্ষক হয় না!