রবি আড্ডায় রা জা
ঘুমহীন ছলাৎছল
তোমার মত অবিকল, কুহুকিনি।
ভাঙা কাঁচের অবিশ্বাস পেরিয়ে দেখি,
হৃদয় শূন্য জমিন
গাছ নেই পাখি নেই।
একার থেকে সেই একাতেই আসা।
দূরের ফকির, ঘাটে বাঁধা নৌকোর গান রেখে যায়।
তবু, এত খিদে শরীর মায়া। পালাবে কোথায়?
শহুরে ভিড়,অভিনয়; বোকা হতে চাও?
শৈশবের সারল্যে ফেরা ততটা সহজ নয়।
মাদারি কা খেল, আছি আবার নেই।
জীবন ডুমুর ফুলের বৃত্তান্ত।
রোজ হেরে যাওয়া বাজি শেষে কেন যে
তোমার আঁচলে পাপ মুছি!
আত্মহননের নিপুণ লুকিয়ে
শান্তির বাণীতে পাতি নিষ্ঠুর দুহাত।
তোমার খেলার পুতুল আমি, ইচ্ছেমতো নরম।
মনে মনে ষড়রিপুর কালো বায়না।
একে অপরের ভেতর যা খুঁজে মরি
তার নাম – আয়না