রবি আড্ডায় ভাস্কর দাস
“কেউ বলে টাক মাথা,
কেউ বলে বেল,
চুল ছাড়া খালি মাথা,
দেখায় তেল তেল “
বাইক নিয়ে তাড়াহুড়া করে স্কুল যাচ্ছি। এত ভীষণ গরমে সারা শরীর ঘামে ভিজে গেছে। তাই পূর্ণিয়া মোর ক্রস করে হেলমেটটা খুলে ধীরে ধীরে বাইক চালাতে শুরু করলাম।
হাওয়াটা বেশ ফুরফুরে লাগছিল….
কিন্তু বিভ্রাট ঘটলো বস্তাডাঙ্গী এলাকায়। এক পুলিশ দাদা আমাকে দাঁড় করালো। জিজ্ঞাসা করল “হেলমেট থাকতে হেলমেট পড়েন নি কেন?”
আমি কিছুটা ভয় পেয়ে কাঁচুমাঁচু হয়ে বললাম, “ভীষণ গরম, মাথা ভিজে গেছে। তাই মাথাটা শুকনো করার জন্য হেলমেট খুলে হাওয়া খাচ্ছিলাম। আর দেখুন না এই হেলমেটের ঘামে টাক পড়তে শুরু করেছে ….
পুলিশ দাদা কথাটি লুফে নিলেন। মাথার টুপিটি খুলে বিনয় স্বরে বলতে শুরু করলেন,
“ঠিক বলেছেন । অতিরিক্ত ঘামের কারণে চুলের গোড়া আলগা হয়ে যায়। যার কারণে চুল উঠতে শুরু করে। এছাড়াও ….…আমার ওয়াইফ তো কত ধরনের দামি দামি কোম্পানির তেল আমার জন্য কিনে ফেললেন। কিন্তু কই ভাল রেজাল্ট? সব বেকার বুঝলেন দাদা…. “
উনার মাথার দিকে তাকিয়ে বললাম, “হ্যাঁ আমার থেকে আপনার মাথার অবস্থা একটু বেশি খারাপ…. ভালো তেলের খোঁজ পেলে অবশ্যই আপনাকে জানাবো “
বলেই হেলমেট পরে বাইক স্টার্ট করে চলতে শুরু করলাম…..
ভাবতে শুরু করলাম, “উনাকে কোন কোম্পানির তেল উপহার দেওয়া যায়? “
কারো জানা থাকলে জানাবেন…