রবি আড্ডায় স্বর্ণা দাস

“অন্তরের জিনিসকে বাহিরের, ভাবের জিনিসকে ভাষার, নিজের জিনিসকে বিশ্বমানবের ও ক্ষণকালের জিনিসকে চিরকালের করিয়া তোলা সাহিত্যের কাজ। ” _রবীন্দ্রনাথ ঠাকুর

এই যে নিজের জিনিসকে বিশ্বমানবের ও ক্ষণকালকে চিরকালের করে তোলার কাজ টা করেন কবি সাহিত্যিকরা। নিজের আঁতের কথা প্রকাশ করে তা সহৃদয় পাঠকের মনে সঞ্চারিত করায় সাহিত্য। বিশেষত কবি ভাবকল্পনার আধারে পাঠকে নিয়ে যান পাঠান্তে এক মোহময় কল্পনার ভূমিতে, পুনরায় তার থেকে ফিরিয়ে নিয়ে আসেন বাস্তবতার রৃঢ় জমিতে। কল্প- বাস্তবের এক মিশেল নিয়েই তো কবির কারবার। তৈরি হয় কবিতার জমি, ভাবকল্পের অতুলনীয় মায়াতে মোহিত হয় পাঠক।
‘আম্রপালির পদাবলী ‘ এক মোহময় প্রেমের কাব্যোপন্যাস। এর আখ্যান গ্রন্থনে, অভিনবত্বে দেখা যাবে প্রেম প্রকাশের অভিনবত্ব , যা বাংলা কাব্য – কবিতার এক অন্যমাত্রা সংযোজন কারী।
মুখবন্ধ সহ মোট সাতটি শিরোনামে পুরো কাব্যটি এক আখ্যানে রচিত। আম্রপালি নান্মী এক মেয়ের জন্ম থেকে তার শৈশব, কৈশোর পেরিয়ে যৌবনের প্রেমের দিন গুলি এখানে উদ্ভাসিত। যে প্রেম শুধু দেহ সর্বস্রতায় সীমাবদ্ধ না, সীমাতীত এক অনন্তের খোঁজে যার যাত্রা ” আকাশের দিকে তাকা / আকাশই হল ভালোবাসার পাঠাঘর / মনটাই হল আকাশ, আর হৃদয় মাটির পৃথিবী “
প্রেমের ব্যপ্তি চারাচর জূড়ে সেখানে শুধু শরীর নয় শরীরাতীত এক শক্তির সন্ধান করে আত্মা, ঠিক যেনো ঘাসের বিছানা থেকে নক্ষত্রের হাতছানিতে অনন্তের আহ্বান। জীবনের সমাপ্তিতেই কী প্রাণের বিনাশ, না কী এ প্রানই ঈশ্বর, সে প্রশ্নের উত্তর খুঁজেছেন কবি, কবিতার ছত্রে ছত্রে
” প্রাণ!
অনন্ত শক্তির উৎস
অনন্ত স্ফূলিঙ্গ
বিস্ফোরক দাবানল
মহাশক্তিমান সূর্য
পরিব্যাপ্তমান মহাদেশ
প্রাণ!
ঈশ্বর!”

পাশাপাশি এই কাব্যোপন্যাসে রয়েছে সমকালীন সমাজ ও সমাজব্যবস্থা, অর্থনৈতিক সংকট ও তার সূচিত্রিত বর্ণনা। একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারে মেয়ে তার স্বপ্ন, তার পরিবার পরিজন নিয়ে গড়ে উঠেছে কাহিনি বুনন। সমকালীন ভোট কেন্দ্রীক গ্রামীন রাজনীতি ” সব ঠিকঠাকই চলছিল /কিন্তু ভোট মানেই তো রাজনীতি / আর রাজনীতি যেখানে বিষ সেখানে। ” এই বিষ থেকে রেহায় পায় না গ্রামীন মানুষ ।
বেকাত্বের জ্বালায় জ্বলছে প্রভাকর মল্লিকের মতো এম এ বি এড পাশ টোটো চালকেরা । অন্য দিকে আছে পরিযায়ী প্রবাসী শ্রমিক পরিবারের আর্থিক অসহায়তা কিংবা ফেরিওয়ালা নন্দুর শিক্ষকের চাকরি পাওয়া সব মিলিয়ে আম্রপালির পদাবলি কবি ক্ষিতীশ মাহাতোর লেখা একটি বিচিত্র স্বাদের বিচিত্র মানের কাব্য, যা সহৃদয় পাঠক মনে সহজেই জয় করে নিতে সক্ষম ।

আম্রপালির পদাবলি
কবি – ক্ষিতীশ মাহাতো
প্রকাশক – রিডার্স সার্ভিস
মুদ্রিত মূল্য – ২৫০

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *