নিউজডেস্ক: রায়গঞ্জ শহরে দিনেদুপুরে ঘটে গেলো দুঃসাহসিক ডাকাতির ঘটনা। রায়গঞ্জে আশাটকিজ মোড়ের উল্টো দিকে রয়েছে স্মার্টবাজার। আর তার পাশেই রয়েছে রিলায়েন্স জুয়েল। জানা গেছে, আজ সকাল সারে এগারোটা নাগাদ পাঁচ জন আগ্নেয়াস্ত্র নিয়ে গহনার শোরুমে প্রবেশ করে। তারপর সকল কর্মচারীদের একজায়গায় বসিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে তাদের সহযোগিতা করতে বলা হয়। তার সাথে হুমকি দেওয়া হয় যে, কোনো রকম চালাকি করলেই বড়ো ক্ষতি হবে। তাদের সহযোগিতা করলে কোনো ক্ষতি কারোর হবে না। এরপর তারা শোরুমের নিচ তলা ও উপর তলায় রাখা সকল গহনা লুট করে পালিয়ে যায়।
এদিন শোরুমের তরফে জীবেশ ভৌমিক বলেন, সকাল সারে এগারোটা নাগাদ শো-রুমের সকল কর্মচারীদের নিয়ে রোজকার মতো মিটিং চলছিল। নিট শেস হবার আগ মুহূর্তে দুজন কাস্টমার হিসেবে ভেতরে আসে। আমরা তাদের ওয়েলকাম জানাই। এরপরেই তাদের কোমরে রাখা পিস্তল দেখিয়ে সবাইকে একজায়গায় বসতে বলে। ঠিক তখনি আরও তিন জন ডাকাত আগ্নেয়াস্ত্র নিয়ে ভেতরে আসে। আমারা আতঙ্কিত ছিলাম আগ্নেয়াস্ত্র দেখে। তার ওপর তারা হুমকি দেয় চালাকি করলে বড়ো ক্ষতি হবে। উল্টে তাদের সহযোগিতা করলে কারোর কোনো ক্ষতি হবে না।আমাদের যাদের কাছে ফোন ছিল সেগুলো নিয়ে ভেঙে ফেলে তারা। এরপরই নিচ তলা ও ওপর তলায় রাখা সকল গহনা লুট করে পালিয়ে যায়। এরা সকলেই হিন্দিতে কথা বলছিল।
এই ঘটনা জানাজানি হতেই শোরুমের সামনে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। দিনের ব্যস্ততম সময়ে এই রকম দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ী মহল থেকে শুরু করে সাধারণ নাগরিক সকলেই।
- দুঃসাহসিক চুরি! ইসলামপুর কলেজ মোড়ে পরপর দুটি দোকান ফাঁকা, আতঙ্কে এলাকা
- ১৩৭ বছরে পা দিল চোপড়ার ঐতিহ্যবাহী অষ্টমী দুর্গাপূজা, শুরু জোহরা মেলা
- দুষ্কৃতীদের দৌরাত্ম্যে আতঙ্ক ইসলামপুরে, মহিলাদের সুরক্ষায় সরব পঞ্চায়েত প্রধান অসীমা পাল
- ভাসছে নর্দমা, দূষিত জলে ছড়াচ্ছে কলেরা, হু হু করে ভরছে হাসপাতাল — দিল্লিতে বাড়ছে আতঙ্ক
- উত্তর দিনাজপুরে ৪ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রফিক, উদ্বিগ্ন পরিবার — তথ্য পেলে যোগাযোগের অনুরোধ