নিুজডেস্কঃ প্রথমে সিসিটিভি ভাঙচুর। তারপর দোকানের তালা কেটে দোকানে ঢুকে সোনা, রুপার গহনা চুরি। এই ঘটনা জানাজানি হতে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটে মালদার(Malda) মানিকচক এলাকায় একটি সোনার দোকানে। এই ঘটনার খবর ছড়িয়ে পরতেই চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়।
দুঃসাহসিক চুরি
মানিকচকের পাচিশা এলাকায় গিণি জুয়েলারি নামক দোকানে এই দুঃসাহসিক ঘটনা ঘটে বুধবার মাঝরাতে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থল ছুটে আসেন মানিকচক থানার পুলিশ। তৎপরতার সাথে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কি হয়েছিল সেদিন
সূত্রের খবর, দোকানের মালিক রাম প্রসাদ পোদ্দার রোজের মতো বুধবারও সাড়ে ন’টা নাগাদ দোকান বন্ধ করেন ।বৃহস্পতিবার সকালে দোকানে এসে দেখেন মূল দরজার তালা ভাঙ্গা।দোকানে প্রবেশ করেই মাথায় হাত মালিকের। তিনি দেখেন দোকানে থাকা সোনা ও রুপোর সব গহনা দিয়ে পালিয়েছেন দুস্কৃতিরা।এছাড়া দোকানে থাকা সিসি টিভি ক্যামেরা ভাঙ্গা অবস্থায় পরে আছে।