নিউজডেস্ক: রামগঞ্জ ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টেংরাবার গ্রামে রাস্তার বেহাল অবস্থা দীর্ঘদিনের। বহুবার অভিযোগ জানিয়েও রাস্তা মেরামতের কোনো লক্ষন দেখতে পাচ্ছিল না স্থানীয়রা। পরে দাবি পূরণের জন্য বিক্ষোভ আন্দোলনে নামে এলাকার মানুষজন ও স্থানীয় ক্লাব। অবশেষে টেংরাবার গ্রামের মানুষের দাবি পূরণ হতে চলেছে।
ট্যাংরাবার এলাকার ইয়ং টাইগার
ক্লাবের প্রেসিডেন্ট আনোয়ারুল হক জানান, আমরা সমস্ত ক্লাবের সদস্যরা ও গ্রামবাসীরা অনেক দিন থেকে রাস্তা মেরামতের দাবি জানিয়ে আসছি প্রশাসনকে। এমন কী দাবি পূরনের জন্য বিক্ষোভ প্রদর্শনও করা হয়। অবশেষে আমাদের দাবি পূরণ হতে চলেছে।
প্রসঙ্গত, টেংরাবার গ্রামের রাস্তা বহুদিন থেকেই বেহাল অবস্থায় পরে ছিল। গ্রামবাসীদের কথায়, রাস্তা এতটাই খারাপ ছিল যে অসুস্থ রোগীকে চিকিৎসার জন্যে নিয়ে যেতেও সমস্যা পড়তে হতো রাতবিরেতে। সন্তানসম্ভবা মহিলাদের এই পথে গাড়িতে করে নিয়ে যেতে প্রায়শই সমস্যার মুখে পড়তে হয়। কোনো গাড়ি এই পথে আসতে চায় না। বর্ষাকালে সাইকেল বাইক চলাচল করা অসম্ভব হয়ে পরে। অনেক বিক্ষোভ আন্দোলনের পর এই রাস্তা মেরামতের কাজ শুরু হওয়ায় স্বভাবতই খুশি এলাকার মানুষেরা।