দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক, গুরুতর জখম হয় তিন। মৃত ওই বাইক আরোহীর নাম মাহমুদ আলম। বয়স আনুমানিক (২৮)। বাড়ি গোয়ালপোখর থানার হাড়িভাঙ্গা এলাকায়। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার জিরোপানি মোর এলাকায় রাজ্য সড়কের উপর। স্হানীয়রা জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে একজনকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। জখমরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।