তোতাপাড়া থেকে বোনের বিয়ের নিমন্ত্রন সেড়ে বাইকের করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পরিণতি হল দাদার বন্ধুর। গুরুতর আহত হয় মেয়ে দাদা। মারা যায় দাদার বন্ধু। শুক্রবার রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বানারহাটের গ্যান্দ্রাপাড়া চা বাগান শনিমন্দির এলাকায় নাথুয়াগামী রাজ্য সড়কে। মৃত যুবকের নাম শশী রবিদাস (৩০)। বাড়ি বিন্নাগুড়ির ডিএস কলোনিতে। তিনি শালুগাড়া সেনা ছাউনিতে কর্মরত ছিলেন। আহত যুবকের বাড়ি বিন্নাগুড়ি চা বাগানের নিউ লাইনে। জানা গেছে, রাজ্য সড়কে দাড়িয়ে থাকা ট্রাক্টরের সাথে সজোরে ধাক্কা মারে বাইকটি।দুর্ঘটনায় বাইকে থাকা দু’জন ছিটকে রাস্তায় পড়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বানারহাট থানার পুলিশ। দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে বানারহাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শশীকে মৃত বলে ঘোষণা করেন। অপর যুবককে গুরুতর আহত অবস্থায় শিলিগুড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বানারহাট থানার পুলিশ সূত্রে জানানো হয়, দুর্ঘটনাগ্রস্ত বাইক ও ট্রাক্টরটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাক্টর চালকের খোঁজ চলছে।