চোর সন্দেহে এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিলেন ইসলামপুর শহরের শান্তিনগর এলাকার বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েক দিন ধরে ওই এলাকায় থেকে বেশ কয়েকটি সাইকেল সহ বিভিন্ন জিনিস চুরি হচ্ছিল। এরপর এলাকায় কড়া নজরদারি রাখতে শুরু করেন বাসিন্দারা। শনিবার রাতে চোর সন্দেহে এক যুবককে ধরে ফেলেন তারা। এরপর বাসিন্দারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে আসে। তদন্ত শুরু করেছে পুলিশ।