পাগলা কুকুরের কামড়ে আহত হল প্রায় ২৫ জন গ্রামবাসী।মঙ্গলবার সন্ধ্যা থেকে করনদীঘি থানার বেশ কয়েকটি গ্রামে কুকুরটি মানুষ সহ গবাদী পশুদের কামড়াতে থাকে।দক্ষিন সালিহান,উত্তর সালিহান,সতিঘাটা,নাজিরপুরের মত গ্রামগুলিতে পাগলা কুকুরের আতঙ্ক ছড়িয়েছে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,পাগলা কুকুরটি যাকে সামনে পাচ্ছে,তাকেই কামড়াচ্ছে।বেশ কিছু বাচ্চা সহ বৃদ্ধদেরও কামড়েছে কুকুরটি।কুকুরে কামড়ানো মানুষদের উদ্ধার করে করনদীঘি গ্রামীন হাসপাতাল ও রসাখোয়া হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজন শিশুর গলাতে হাতে পায়ে কামড়ে গুরুতর জখম করেছে।অবিলম্বে কুকুরটির কোন ব্যবস্থা গ্রহন না করা হলে আরো বড়োসড় ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছে গ্রামের মানুষেরা।