নিউজডেস্ক:
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের পন্ডিত পোতা ২ গ্রাম পঞ্চায়েত থেকে গাইসাল ২ গ্রাম পঞ্চায়েতের কালনাগিন পর্যন্ত রাস্তার কাজ শুরু হয়েছে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার পক্ষ থেকে। তবে সেই রাস্তার কাজে নিম্নমানের মানের সামগ্রি ব্যবহার হচ্ছে এমনই অভিযোগে রাস্তার কাজ বন্ধ করে দিল দাড়িবিট এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দাদের দাবি, নিম্নমানের পাথর দিয়ে কাজ করা হচ্ছে দাড়িবিট এলাকায় এবং বালির জায়গায় মাটি দেওয়া হচ্ছে। এমনই একাধিক অভিযোগে এই কাজ বন্ধ করে দিয়েছেন বাসিন্দারা। পাশাপাশি পণ্ডিত পোতা ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান অজিত বিশ্বাস বলেন, আমিও এমনই অভিযোগ পেয়েছি এবং শুনেছি নিম্নমানের কাজ হচ্ছে এলাকায়। সেই রাস্তার কাজ বন্ধ করে রেখেছে স্থানীয় বাসিন্দারা। তবে যদি নিম্নমানের কাজ হয় তাহলে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে উদ্ধর্তন কর্তৃপক্ষদের কে জানাবো।