ইসলামপুর, ১ এপ্রিল : ঠিকাদারের কাজে ঢিলেমির অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সাধারণ মানুষের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার টালিঘর এলাকায়। এদিন রাস্তার উপর বেঞ্চ পেতে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। জানা গিয়েছে, প্রায় তিন মাস আগে রাস্তাটি মেরামতের জন্য খোরা হয়েছিল। কিন্তু তারপর আর কাজ হয়নি। এরফলে ধুলোর উপদ্রবে নাজেহাল সকলে। এর জেরেই রাস্তা অবরোধ করা হয়েছিল। প্রায় এক ঘন্টা রাস্তা অবরোধ থাকার কারণে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। শেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।