নিউজডেস্ক: মালদহের চাঁচলে রবীন্দ্রভবন সংস্কারের কাজ দেখতে গিয়ে অবাক খোদ বিধায়ক। অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়েই চলছে ভবন সংস্কারের কাজ। অভিযোগ তুলে সরব হলেন চাঁচল বিধানসভার বিধায়ক নীহার রঞ্জন ঘোষ। যদিও বিধায়কের এই অভিযোগ দেখে কাটমানির ভাগ পায়নি বলে খোঁচা বিজেপি ও কংগ্রেসের।

বহুদিন থেকেই শহরের সংস্কৃতিপ্রেমী মানুষজন চাঁচলের শতাব্দি প্রাচীন ভগ্নপ্রায় রবীন্দ্র ভবন সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। শেষে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের তহবিল থেকে শুরু হয় রবীন্দ্র ভবন সংস্কারের কাজ। কিন্তু বিধায়কের অভিযোগ, সরকারি সেই সংস্কার কাজে চলছে দুর্নীতি!

চাঁচলের বিধায়ক নীহার রঞ্জন ঘোষ অভিযোগ করেন , রবীন্দ্র ভবন সংস্কারের কাজের নিম্নমানের বালি ও সামগ্রী ব্যবহার করে চলছে সংস্কার কাজ। আমি ঠিকদার সংস্থাকে কাজ বন্ধ করতে বলি। একাধিক জায়গায় ফাটল রয়েছে সেগুলিকে ভালো করে না তুলে সেটার উপরই কাজ করা হচ্ছে। আমি এ নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে বিষয়টি জানিয়েছি।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

One thought on “নিম্নমানের সামগ্রী দিয়ে রবীন্দ্র ভবন সংস্কার! অভিযোগ খোদ শাসক দলের বিধায়কের”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *