নিউজডেস্ক: সুব্রত বক্সীর রিজাইন দেবার প্রস্তাব দিয়েছিলেন তাকে আগেই । মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘোষিত বিদ্রোহী বিধায়কের তকমা দিয়েছেন তাকে । সেই তৃনমূল নেতা ওরফে বিধায়ক আব্দুল করিম চৌধুরী তৃনমূল কংগ্রেস সর্বভারতীয় সভানেত্রী মমতা ব্যানার্জীর শুক্রবারের সভা বয়কট করলেন। পঞ্চায়েত ভোটের আগে শুক্রবার কালীঘাটে সভানেত্রী রাজ্যের সমস্ত বিধায়ক, সাংসদ, জেলা সভাপতি এবং চেয়ারম্যানদের দিয়ে বৈঠক ডেকেছে।সেই বৈঠকে দলের তরফ থেকে কোন পরিচিত নেতা তাকে ফোন করেন নি। একজন অপরিচিত ব্যক্তি ফোন করে শুক্রবারের বৈঠকের কথা জানিয়েছিলেন।তিনি সেই ফোন ধরেন নি। তার ছেলে সেই ফোন ধরে বিধায়কের মতামত জানিয়ে দিয়েছিলেন।

তিনি এও জানিয়েছেন, ইসলামপুরের তার বিরোধী লোকদের দলের নেতৃত্বে আনা হচ্ছে।তাদের পরিবর্তনের প্রস্তাব দিলে সুব্রত বক্সী তাকে রিজাইন দেবার প্রস্তাব দিয়েছিলেন। করিম চোধুরী অভিযোগ দীর্ঘ চার থেকে পাঁচ বছর যাবদ মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কোন কথা হয় না। মুখ্যমন্ত্রী তার সঙ্গে কোন রকম কুশল বিনিময় করেন নি। তার ঘোষিত বিদ্রোহী বিধায়ক হিসেবেই তিনি থাকতে চান।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *