নিউজডেস্কঃ প্রজাতন্ত্র দিবসের দিন পদ্মশ্রী পুরস্কার পেলেন বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডন। ১৯৯১ সালে ‘পাত্থর কে ফুল’ দিয়ে বলিউডে অভিষেক হয় অভিনেত্রীর।সেবছরই এই সিনেমার জন্য ফিল্ম ফেয়ার পুরস্কার পান রবিনা।
৯০ এর দশকে বানিজ্যিক সিনেমার অন্যতম মুখ রবিনা
৯০ এর দশকে বানিজ্যিক সিনেমার অন্যতম মুখ ছিল রবিনা ট্যান্ডন।দিলওয়ালা , মোহরা , খিলাড়ি ওয় কা খিলাড়ি ,জিদ্দী, লাডলা অভিনীত অন্যতম সিনেমা।
কি প্রতিক্রিয়া জানালেন তিনি?
পদ্মশ্রী পুরস্কার পাওয়ার পরেই অভিনেত্রী বলেন, এরকম একটা পুরস্কারে পুরস্কৃত হতে পারার জন্য অসাধারণ অনুভূতি অনুভব করছি। এটা অবশ্যই খুবই সম্মানের যে, কারোর কাজ যখন প্রশংসিত হয়ে দেশের তরফ থেকে পুরস্কৃত হয়। আমার চলার পথে এই সন্মান আমাকে এগিয়ে যেতে আরও উৎসাহিত করবে।আমি দেশের কারনে গর্বিত। প্রসঙ্গত, অভিনেত্রী রবিনা ট্যান্ডেন এর আগে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ‘দমন’ সিনেমার জন্যে।