ডিলারের মৃত্যুতে শোকাহত গোটা গ্রাম। গতকাল দুপুরে রেশন নিয়ে ডিলার কমল দাসের সাথে বচসা সৃষ্টি হয় অভিযুক্ত চন্দনা সিংহ ও তার ছেলে করেন সিংহ। বচসা চলাকালীন আচমকা ডিলার কমল দাসকে মারধর করে বলে অভিযোগ। অভিযুক্তদের মারধরে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য হাসাপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় রেশন ডিলার কমল দাসের।

জানা গিয়েছে মৃত রেশন ডিলার কমল দাসের স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। কমল দাসের স্ত্রীর শারীরিক অবস্থা ভালো না থাকার কারণে দেহ ময়নাতদন্ত না করে সৎকার করে দেন পরিবারের সদস্যরা এবং এবিষয়ে এখনও থানায় কোনো অভিযোগ করেননি পরিবারের সদস্যরা বলে জানা গিয়েছে।

অন্যদিকে ডিলের মৃত্যুর খবর পেয়ে বৃহস্পতিবার নিহতের স্ত্রী ও পরিবারের সদস্যদের সাথে দেখা করতে উপস্থিত হন ওয়েস্ট বেঙ্গল এম আর রেশন ডিলার এসোসিয়েশনের সদস্যরা। পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন তারা।

যদিও পুলিশের পক্ষ থেকে ময়নাতদন্তের জন্য অনেক চেষ্টা করা হলেও ময়নাতদন্তের জন্য রাজি হননি পরিবারের সদস্যরা। অভিযোগ হলে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *