রামগঞ্জ হাই স্কুলের ভয়ানক তথ্য ফাঁস করলো শিক্ষক শিক্ষিকারা।
উল্লেখ্য গত কয়েক বছরে একটানা চুরি হয়ে আসছে রামগঞ্জ হাইস্কুলের একাধিক জিনিসপত্র। তবে গত কালও কয়েকটি ফ্যানসহ একটি ওয়াটার পাম্প চুরি হয়।
স্কুলের শিক্ষক শিক্ষিকারা সাংবাদিকদের ডেকে অভিযোগ করেন যে বছরে ১৫ থেকে ২০ বার চুরি হলেও স্কুলের প্রধান শিক্ষিকা বা স্কুল কর্তৃপক্ষ পুলিশের কাছে কোনরকম কমপ্লেন করছে না এবং কমপ্লেন করলেও পুলিশ এতে কোনরকম আইনি পদক্ষেপ নিচ্ছে না। যদিও এঘটনায় প্রধান শিক্ষিকার দিকেই অভিযোগ তুলছেন শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবকরা।
স্কুলের এই চুড়িগুলোর পিছনে নেতা ও স্কুলের কোন কর্তৃপক্ষরে হাত আছে বলে অনেকে মনে করছেন।
কারণটা একটাই যে নাইটগার্ড থাকা সত্ত্বেও স্কুলে চুরি হয় কিভাবে এবং পুলিশ প্রশাসন এতে কোন পদক্ষেপ নিচ্ছে না কেন।
অপরদিকে রামগঞ্জ হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক ইব্রাহিম আলী মহাশয় জানান যে এর আগেও এফআইআর করা হয়েছিল পুলিশ প্রশাসন এসেছিলেন কিন্তু কোন তথ্য পুলিশ প্রশাসন আমাদের দেয়নি বাকি সবই প্রধান শিক্ষিকা বলতে পারবেন।
স্কুলে না থাকায় প্রধান শিক্ষিকাকে ফোন কলের মাধ্যমে বক্তব্য চাইলে তিনি বলেন যে আমরা এর আগেও এফআইআর করেছি। চুরি কে করে না করে
এটা আমরা কি করে বলতে পারব?
তবে স্কুলে ছাত্র-ছাত্রীদের পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকাদের স্টাফ রুমের সমস্যা নিয়ে জানতে চাইলে বলে সবই ঠিক আছে স্কুলে কোনো অসুবিধা নেই।
