নিউজডেস্ক:

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ও উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পরিচালনায় রামগঞ্জে অনুষ্ঠিত হলো ৪১তম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। রামগঞ্জ ১ নম্বর অঞ্চল ক্রীড়া কমিটির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় ১২টি প্রাথমিক বিদ্যালয় ও ১১টি এসএসকে স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর সার্কেলের এসআই শুভঙ্কর নন্দী, অঞ্চল প্রেসিডেন্ট ইয়াসিন আলী, রামগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝর্ণা রায়-সহ জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা ও সমাজসেবকরা। শিক্ষক সন্তোষ কুমার দাসের তত্ত্বাবধানে অনুষ্ঠানের সূচনা হয় শোভাযাত্রা, পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে।
১০০ ও ২০০ মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প, শটপুট-সহ বিভিন্ন খেলায় অংশ নিয়ে ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে প্রতিযোগিতা করে। বক্তব্য রাখতে গিয়ে এসআই শুভঙ্কর নন্দী পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে অভিভাবকদের ডিজিটাল আসক্তি থেকে শিশুদের দূরে রেখে মাঠমুখী করার আহ্বান জানান।
সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতা প্রশংসা কুড়িয়েছে সকল।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *