বেহাল রাস্তার প্রতিবাদে রামগঞ্জে পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছে টোটো চালকরা


নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর:
বেহাল রাস্তার জেরে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা। সেই রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে শনিবার ইসলামপুর ব্লকের রামগঞ্জ এলাকায় পথ অবরোধে নামলেন টোটো চালকরা।

অবরোধকারীদের অভিযোগ, প্রায় ছয় মাস ধরে রামগঞ্জ বাসস্ট্যান্ড থেকে কালুগছ মোড় পর্যন্ত রাস্তাটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও কোনও কাজ না হওয়ায় ক্ষুব্ধ টোটো চালকরা এদিন রাস্তায় নামেন।

অবরোধের জেরে রামগঞ্জ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। চালকদের অভিযোগ, খারাপ রাস্তার কারণে প্রায় প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে, যান চলাচলে ব্যাঘাত ঘটছে, এবং তাদের জীবিকাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক টোটো চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা বারবার বলেছি রাস্তা সারাতে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। টেন্ডার পাস হয়েছে, কিন্তু টাকা খরচ হয়নি — সব পকেটে গেছে।”

ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার আইসি সহ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলে দ্রুত সংস্কারের আশ্বাস দিলে কিছুক্ষণ পর অবরোধ তুলে নেওয়া হয়।

তবে টোটো চালকদের হুঁশিয়ারি — যতক্ষণ না এসডিও, বিডিও এবং পিডব্লিউডি ইঞ্জিনিয়ার এসে নির্দিষ্ট সময়সীমা দিয়ে আশ্বাস দেন, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাবেন তারা।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *