২৫ নভেম্বর রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হল জাতীয় সংহতি (NATIONAL INTEGRATION) এর বিশেষ অনুষ্ঠান। উদ্যোক্তাদের মধ্যে ছিলেন রায়গঞ্জ মহিলা সম্মেলন। উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড. চন্দন রায়, অধ্যাপক ড. অভিনন্দন দাস, অধ্যাপক ড. রাখী দাশ বিশ্বাস, অধ্যাপক ড. নীলিমা মোক্তান ও অধ্যাপক ড.আবদুস সাবুর। উদবোধনী সংগীত পরিবেশন করেন বাংলা বিভাগের শিক্ষিকা মৌমিতা দাস। রায়গঞ্জ মহিলা সম্মেলনের সদস্যরা উপস্থিত ছিলেন। অধ্যক্ষ ড. চন্দন রায়ের মতে বৈচিত্রের মধ্যে ঐক্যের সন্ধানই দেশের অখণ্ডতা বজায় রাখবে । অর্থনীতির সঙ্গে স্থানীয় বৈচিত্রের মেলবন্ধন কীভাবে বিশ্ববাজারে পৌঁছে যায় তার দৃষ্টান্ত সহ আলোচনা করেন। স্থানীয় তুলাইপাঞ্জি চাল, মুখা শিল্পের বিশ্ববাজার স্থানীয় অর্থনীতির কীভাবে পরিবর্তন এনেছে তা নিয়ে তিনি মনোজ্ঞপূর্ণ আলোচনা করেন। ড. অভিনন্দন দাসের ভাষায় ইতিহাসের পাতায় ভারতের নাম কীভাবে বদলে বদলে গেছে তার তাৎপর্যপূর্ণ ইতিহাস উঠে এসেছে। ঔপনিবেশিক পর্বে ভারতের অর্থনীতি থেকে ইউরোপীয়দের ভারতভূমিকে দেখার বিবিধ প্রবণতা উঠে আসে। জাতীয় সংহতির তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন ড. রাখী দাশ বিশ্বাস। মিশ্র সংস্কৃতির বিবিধ প্রবণতার মধ্যেও কীভাবে ঐক্যের সুর গড়ে তোলা যায় তা নিয়ে আলোচনা করেন ড. নীলিমা মোক্তান। শুভ দাশগুপ্তের কবিতা আবৃত্তি করে শোনান সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষিকা মৌহুয়া পাল চৌধুরী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সোহিনী রায়।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *