নিউজডেস্কঃ আজ সকাল ১০ টা নাগাদ রায়গঞ্জ শহরের প্রান কেন্দ্র মধ্য মোহনবাটির একটি কাপড়ের দোকানে হঠাৎ আগুন লেগে যায়। M বাজার এর পাশে অবস্থিত বিষ্ণুক্লথ স্টোরে আগুন লাগার ঘটনা নজরে আসতেই খবর দেওয়া হয় রায়গঞ্জের দমকল কেন্দ্রে। দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে।

দিনের ব্যস্ততম সময়ে হঠাৎ এমন ঘটনায় যানজট লেগে যায় শহরে। দোকানটির ভেতরে থাকা মালপত্র আগুনে পুড়ে যায়। দোকানের ওপরের তলাতেও আগুন ছড়িয়ে পরে। আশেপাশে আরো কাপড়ের দোকান রয়েছে। আগুন যাতে ছড়িয়ে না পরে সেই দিকে নজর রাখছে দমকলকর্মীরা।

শহরের যানজট এড়াতে শিলিগুড়ি মোড়ের দিক থেকে আগত গাড়ি গুলোকে জেলখানা মোড় দিয়ে ঘুরিয়ে শহরে ঢোকানো হচ্চে।অন্যদিকে আগুন লাগার কারন এখনো স্পষ্ট নয়।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *