নিউজডেস্ক:
রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের Cine Club-এর উদ্যোগে এবং IQAC-এর সহযোগিতায় কিংবদন্তি চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক-এর জন্মদিন উপলক্ষে তাঁর অমর সৃষ্টি ‘মেঘে ঢাকা তারা’ চলচ্চিত্রটির প্রদর্শন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সূচনা হয় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. চন্দন রায়, IQAC Co-ordinator ড. নীলিমা মক্তান এবং সিনে ক্লাবের কনভেনর ও শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ছোডেন ইয়োলমো-কে সংবর্ধনা জানিয়ে।
অধ্যক্ষ ড. চন্দন রায় তাঁর সংক্ষিপ্ত কিন্তু তথ্যবহুল ভাষণে ঋত্বিক ঘটকের জীবন, সৃজনশীলতা এবং সমকালীন সমাজে তাঁর প্রাসঙ্গিকতা নিয়ে গভীর বিশ্লেষণ উপস্থাপন করেন। তাঁর বক্তব্য শিক্ষার্থীদের মধ্যে চলচ্চিত্র ও সমাজবাস্তবতার সম্পর্ক নিয়ে নতুন চিন্তার দিগন্ত উন্মোচন করে।

চলচ্চিত্র প্রদর্শনের পর ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক টিঙ্কু দাস ও অধ্যাপিকা অনুরাধা পাল চলচ্চিত্রের বিভিন্ন দিক বিশদভাবে বিশ্লেষণ করেন। তাঁরা চরিত্রগুলির মনস্তাত্ত্বিক দিক, সামাজিক প্রেক্ষাপট ও দেশভাগ-পরবর্তী বাস্তবতার প্রভাব নিয়ে গভীর আলোচনা করেন, যা শিক্ষার্থীদের চলচ্চিত্রের অন্তর্নিহিত বার্তা অনুধাবনে বিশেষভাবে সাহায্য করে।
বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উৎসাহভরে চলচ্চিত্রটি উপভোগ করেন এবং আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেন। অনুষ্ঠানটির শেষ পর্বে অধ্যাপক টিঙ্কু দাস ধন্যবাদ জ্ঞাপন করেন ও সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই কর্মসূচির মাধ্যমে কেবল ঋত্বিক ঘটকের শিল্পভাবনা ও মানবতাবোধের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনই নয়, বরং নতুন প্রজন্মের মধ্যে চলচ্চিত্রচর্চা ও সমাজচিন্তার প্রতি আগ্রহ জাগ্রত করার এক অনবদ্য প্রচেষ্টা সফলভাবে সম্পন্ন হয়।