নিউজডেস্ক: রায়গঞ্জ স্টেশন সংলগ্ন বস্তি এলাকার দুস্থ ও গরীব ছেলেমেয়েদের বিনামূল্যে টিউশন দিয়ে চলেছেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ রেলওয়ে পুলিশ ইনভেস্টিগেটিং সেন্টারের পুলিশকর্মীরা। প্রায় একবছর ধরে বিনামূল্যে টিউশন পেয়ে ভীষনভাবে উপকৃত হচ্ছে রায়গঞ্জ স্টেশন সংলগ্ন বস্তি এলাকার দুঃস্থ খুদে পড়ুয়ারা। রায়গঞ্জ রেল পুলিশের এই মহতী উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন রায়গঞ্জবাসী।উল্লেখ্য, স্টেশনে আসা যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার পাশাপাশি কঠোর হাতে আইনশৃঙ্খলা রক্ষা করে থাকেন রায়গঞ্জ স্টেশনের ডালখোলা জি আর পি’র অধীন আর পি আই সি’ র পুলিশ কর্মীরা। এর পাশাপাশি দীর্ঘ এক বছর ধরে ” উইনার্স এডুকেশন ক্লাসেস ” এই প্রকল্পের মাধ্যমে এলাকার খুদে পড়ুয়াদের পাঠদান করে চলেছেন এই পুলিশবাহিনী।
রেলের বস্তি এলাকায় থাকেন দিন আনা দিন খাওয়া বহু দুঃস্থ গরীব মানুষ। তাঁদের ছেলেমেয়ারা বেসরকারি স্কুলে বা প্রাইভেট টিউটর দিয়ে পড়াশুনা চালাতে পারেননা। এইসব দুঃস্থ গরীব ঘরের স্কুল পড়ুয়াদের বিনামূল্যে টিউশন প্রদান করে চলেছেন রায়গঞ্জ স্টেশনের আর পি আই সি’র পুলিশ কর্মীরা। রায়গঞ্জ স্টেশনে আর পি আই সি’র পুলিশের এই পাঠশালায় পাঠদান গ্রহন করতে আসা বস্তির শিশুরা জানায়, প্রতিদিনই এই স্যারদের কাছে টিউশন পড়তে আসি। খুব ভালো পড়াশুনা করান এবং এখানে এসে পড়াশুনা করতে তাদের ভীষন ভালোলাগে।