নিউজডেস্ক: বর্ষা নামতেই জল জমতে শুরু করেছে রায়গঞ্জের বেশ কয়েকটি ওয়ার্ডে। কোন কোন বাড়িতেও ঢুকেছে জল। পুরসভার ১০,১১ ও ১৩ নম্বর ওয়ার্ড ও মূলত: নেতাজী পল্লীর একটা বড় অংশে জমছে জল। বেহাল নিকাশি ব্যবস্থাকেই দায়ী করছেন স্হানীয়রা। এলাকার ড্রেনগুলি বুজে যাওয়াতে জমা জল বের হতে পারছে না। বেআইনিভাবে পুকুর বুজিয়ে বহুতল তৈরীর ফলে জমা জল বের হতে পারছে না।
স্থানীয়দের অভিযোগ, বর্ষার জমা জলে ড্রেনের জল মিশে ছড়াচ্ছে দুর্গন্ধ। সম্ভাবনা বাড়ছে ডেঙ্গির মতো মশাবাহিত রোগের। তারা আরো জানান রে বছর দুয়েক হল এ সমস্যায় ভুগছেন তাঁরা। প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয় নি।
রায়গঞ্জ পুরসভার পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস অভিযোগ কার্যত স্বীকার করে নিয়ে জানান, যে সমস্যাটি সম্পর্কে পুরসভা অবগত আছে। ১০ ও ১১ নম্বর ওয়ার্ডে জলাশয় বুজিয়ে দেবার ফলে নিকাশি ব্যবস্থা খানিকটা হলেও ব্যাহত হয়েছে। নিকাশি ব্যাবস্থার উন্নয়নে ঐ দুই ওয়ার্ডে পাম্পের সাহায্যে জন্য জমা জল বের করে দেবার ব্যবস্থা চালু করতে চলেছে পুরসভা।