ইকরচলা কালি বাড়িতে পুজা দিয়ে ইসলামপুর মহকুমায় প্রচার শুরু করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। তিনি আজ প্রচারে আসেন ইসলামপুর মহকুমার গোয়ালপোখর বিধানসভায়। কার্তিক পাল বলেন, জেতার ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী। যেখানে যেখানে প্রচার করেছি সেখানে ভালোই সাড়া পেয়েছি এবং তিনি আরো বলেন বিজেপির জয় নিশ্চিত। তিনি এদিনের প্রচারে প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরীর কথা টেনে বলেন, তিনি অনেক কাজ করেছেন। রায়গঞ্জ লোকসভার লোক বিজেপিতেই ভোট দিবে। তাঁরা মোদী জির সাথে আছেন।